বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঝিনাইদহে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ এর আওতায় ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি পিন্টু লাল দত্ত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, ঝিনাইদহ টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, উপজেলা ও জেলা ক্রীড়া অফিসসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

এতে অংশগ্রহণ করে উপজেলার ৪টি বিদ্যালয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয় কাবাডি দল।

টিএইচ