বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ঝিনাইদহে চালকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে চালকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ স্লোগানে ঝিনাইদহে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার (২৮ এপ্রিল) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব নাজনীন ওয়ারেস। প্রধান প্রশিক্ষক ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি) মো. জিয়াউর রহমান। 

সেসময় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মো. আতিয়ার রহমান, পরিদর্শক (ইঞ্জি) এস এম সবুজ, (ইঞ্জি) তারিক হাসান, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোর্শেদসহ অন্যরা। প্রশিক্ষণ কর্মশালায় ৩ শতাধিক পেশাজীবী গাড়িচালক অংশগ্রহণ করেন।

টিএইচ