শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহে নভেম্বর মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (১৩ নভেম্বর) শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধরী, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল হাসান, কাউন্সিলর কায়সার আরেফিন, ডিলার মেসার্স ওমর ফারুক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন হোসেন, মেসার্স জেকে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কুমারেশ বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০৬ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল মিলবে।

টিএইচ