বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
ভবন নির্মাণ না হওয়ায়

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সরকারি সেবা কার্যক্রম

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সরকারি সেবা কার্যক্রম

দিনের পর দিন ভাঙাচুরা আর পরিত্যাক্ত ভবনে চলছে অফিস। দেয়াল ছুয়ে পানি আসা ও সামান্য বৃষ্টিতে অফিসের সামনে পানি জমা যেন নিত্য দিনের ঘটনা। 

এমন স্যাঁতসেঁতে আর নোংরা পরিবেশেই চলছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সমবায়, যুব উন্নয়ন, পাট উন্নয়ন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, পরিসংখ্যান , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা তথ্য ও যেগাযোগ প্রযুক্তির কার্যালয়ের সেবা কার্যক্রম। নতুন ভবন না থাকায় বাধ্য হয়েই পরিত্যাক্ত ভবনে নিয়মিত পরিচালিত হচ্ছে সেবা কার্যক্রম। টিনের ছাউনী দেয়া এ ঘর অনেক আগেই পরিত্যাক্ত হয়েছে। 

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়  আশির দশকে নির্মিত হয় টিনসেডের এই ঘরগুলো। পরবর্তীতে উপজেলায় বিল্ডিং নির্মাণ হলেও পর্যাপ্ত সংখ্যক কক্ষ না থাকায় পরিত্যাক্ত এই ঘরগুলোতেই এখনো পরিচালিত হচ্ছে উপজেলার গুরুত্বপূর্ণ সাত থেকে আটটি কার্যালয়ের সেবা কার্যক্রম। 

অধিকাংশ ঘরেই বৃষ্টির পানি পড়ে। পুরাতন জরাজীর্ণ ঘরে বসে কাজ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহণকারীদের নানা সমস্যার সম্মুখিন হতে হয়। অপরদিকে উপজেলায় কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য নাই কোন উপযোগী বাসভবন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলেন, বিভিন্ন জেলা থেকে এখানে চাকরি করতে এসে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। একদিকে জরাজীর্ণ অফিস ভবন অন্যদিকে থাকার অসুবিধা। ভালো বাড়ি ভাড়া পাওয়া যায় না। কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ পাওয়া না গেলে সরকারের লক্ষ্য পূরণে মেধা ও শক্তি প্রয়োগ করা যায় না বলে মন্তব্য করেন তিনি।

বারহাট্টা উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে জানান, জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ হলেও বারহাট্টা উপজেলায় এখনো হয়নি। উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ করতে হলে আগে টিন শেড  ঘরগুলোতে যেসব কার্যালয়ের অফিস রয়েছে সেগুলো অন্যত্র স্থানান্তর করতে হবে। 

পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে টিনের ঘরগুলো অপসারণ করে জায়গা ফাঁকা করতে হবে। তারপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাবনা প্রেরণ করতে হবে। তিনি আরও জানান দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, আমি নতুন যোগদান করেছি। দ্রুতই উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্দ্যোগ নেয়া হবে। কর্মকর্তা-কর্মচারীদের থাকার সুবিধার্থে নতুন ডরমিটরি ভবন নির্মাণেও তিনি উদ্যোগ নিবেন বলে জানান।

টিএইচ