সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইল ডিসি লেক থেকে মাটি বিক্রি বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল ডিসি লেক থেকে মাটি বিক্রি বন্ধ

বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর অবশেষে টাঙ্গাইল ডিসি লেক থেকে অবৈধভাবে মাটি বিক্রি বন্ধ হয়েছে। এর আগে অবৈধভাবে টাঙ্গাইল ডিসি লেক থেকে শত শত ট্রাক মাটি অন্যত্র বিক্রি করেছে তুষার সরকার নামের এক ব্যক্তি। 

বুধবার (২৬ এপ্রিল) সকালে লেকে গিয়ে দেখা যায়, অবৈধভাবে মাটি কাটা ভেকু দুটি রাস্তার উপরে রাখা হয়েছে। শুকনো লেকে কোন ট্রাক বা ভেকু দেখা যায়নি।

স্থানীয় এলাকাবাসী কয়েকজন বলেন, যেভাবে ভেকু বসিয়ে মাটি কাটা হচ্ছে এতে সড়ক ও দক্ষিণ পাশে গাছগুলো হুমকির মুখে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। নিউজের পর মধ্য রাত থেকে মাটি কাটা বন্ধ হয়েছে।

তুষার সরকার বলেন, সদর উপজেলার চারাবাড়ী, এলেঙ্গা, পৌলি, কালিহাতী, ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় ভেকু চলে তাতে সমস্যা নাই। আর আমার টায় কি হবে। এ ব্যাপারে এনডিসি খায়রুলের সাথে কথা বলেন। মধ্য রাত থেকে মাটি কাটা বন্ধ আছে।

এনডিসি খায়রুল ইসলাম বলেন, জনসেবা চত্বরে মাটি ফেলার জন্য ভেকু বসানো হয়েছে। সেই মাটি যদি বাইরে বিক্রি করে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

টিএইচ