রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে চার মাদক বিক্রেতা গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে চার মাদক বিক্রেতা গ্রেপ্তার

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকা থেকে সোমবার (৪ নভেম্বর) প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের বিক্রি নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) এবং টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়ায় গত রোববার রাতে সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে ১৮৭ গ্রাম হেরোইনসহ দুই নারী বিক্রেতাকে আটক করেছে র্যাব-১৪।  

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) একটি দল বঙ্গবন্ধু সেতু-ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সেতুপূর্ব রেল স্টেশন এলাকায় সোমবার (৪ নভেম্বর) একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। 

এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৩৫০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তবে  গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক বিক্রেতা দৌড়ে পালিয়ে যায়। 

গ্রেপ্তাররা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ফরহাদ মোল্লার ছেলে মো. চঞ্চল মোল্লা ও একই উপজেলার অশ্বীনি কান্ত রায়ের ছেলে খিতিশ চন্দ্র রায়। দৌঁড়ে পালিয়ে যাওয়া মাদক বিক্রেতারা হচ্ছেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার রহিম ও রংপুর জেলার শামীম।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ওসি এবিএমএস দোহা জানান, মাদকদ্রব্য পরিবহনকারী কাভার্ডভ্যান জব্দ ও গ্রেপ্তারদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। 

অপরদিকে, টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়ায় গত রোববার রাতে অভিযান চালিয়ে ১৮৭ গ্রাম হেরোইনসহ দুই নারী বিক্রেতাকে আটক করেছে র্যাব-১৪। র্যাব-১৪ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

আটকরা হচ্ছেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দুল্লা গ্রামের মো. ফরহাদ মিয়ার স্ত্রী শাহিদা আক্তার ও একই এলাকার মো. লিটন মিয়ার স্ত্রী রিতা বেগম ওরফে বানু।   

টিএইচ