শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে টিসিবির পণ্য বিক্রি শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে টিসিবির পণ্য বিক্রি শুরু

টাঙ্গাইলে নিম্নআয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খায়রুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান প্রমুখ। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় ১২টি উপজেলায় নির্দিষ্ট স্থানে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। একজন ক্রেতা ৩০ টাকা কেজি চাল, ৬০ টাকা কেজি মশুর ডাল এবং ১শ টাকা লিটার তেল  কিনতে পারবেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ কোটি উপকারভোগী মানুষের মধ্যে ভর্তুকী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। 

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন নিম্নআয়ের মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হলো। প্রতিটি উপজেলায় টিসিবির পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কাজ করছেন।

টিএইচ