রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের স্মারকলিপি প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের স্মারকলিপি প্রদান

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং ডিপ্লোমাধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে জেলায় কর্মরতরা। 

বুধবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। এ সময় তারা বলেন, ৪ বছর মেয়াদি সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হচ্ছেন। ১৯৯৪ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১৬৪নং প্রজ্ঞাপনে প্রকাশিত বাংলাদেশ গেজেটে সব ডিপ্লোমাধারীরা ৩৮টি ডিপ্লোমাধারীর মধ্যে সার্ভেয়িং ১টি। যা গেজেটে ২য় শ্রেণির পদ মর্যাদায় ১০ম গ্রেডে প্রদান করা হয়েছে।

কিন্তু, সকল ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেড বাস্তবায়ন হলেও শুধুমাত্র বৈষম্যের শিকার হয়েছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা। এই বৈষম্য দূরীকরণ এবং প্রজ্ঞাপন ও জনপ্রশাসন মন্ত্রণালয় বাস্তবায়ন করতে একযোগে সারাদেশের সার্ভে প্রকৌশলী ডিপ্লোমাধারীরা নিজ নিজ জেলার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কামরুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সার্ভেয়ার ওমর ফারুক, টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার আবুল হোসেন, জাকিরুল আলম, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার জহিরুল ইসলাম, এলজিইডি মধুপুরের সার্ভেয়ার মোশারফ হোসেন প্রমুখ।

টিএইচ