রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে তারুণ্যের মেলার উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে তারুণ্যের মেলার উদ্বোধন

‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের জনসেবা চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর ইউএনও নাহিদা আক্তার প্রমুখ।

মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন উদ্যোক্তাদের ৫৩টি স্টল রয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং লোক ও কারুশিল্প এ তিন ভাগে ভাগ করা হয়েছে।

১০দিনব্যাপী এই মেলায় ইউথ ফেস্টের উদ্বোধন, জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবে।

টিএইচ