শনিবার, ০১ মার্চ, ২০২৫
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে দ্রব্যমূল্য সহনীয় রাখতে মতবিনিময়

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে দ্রব্যমূল্য সহনীয় রাখতে মতবিনিময়

আসন্ন মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাত।

এসময় আরও বক্তব্য রাখেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ড. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা ব্যবসায়ী ঐক্যজোট সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, জেলা শাখা ক্যাবের প্রতিনিধি মুহাম্মদ আবু জোবায়ের উজ্জ্বল প্রমুখ।

টিএইচ