সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে নতুন পুলিশ সুপারের যোগদান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে নতুন পুলিশ সুপারের যোগদান

টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন গোলাম সবুর পিপিএম (সেবা)। গত মঙ্গলবার যোগদান করে বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, গোলাম সবুর ২০০৮ সালে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি নাটোরের সন্তান। 

সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি রাজশাহী, মানিকগঞ্জ ও গাজীপুর, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া ও গাজীপুর, ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) হিসেবে ঢাকার তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। তিনি কাজের স্বীকৃতিস্বরূপ পিপিএম এবং দুবার আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত হয়েছেন। 

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বলেন, টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য জেলা। আমার প্রথম পদক্ষেপ হবে টাঙ্গাইলকে মাদকমুক্ত করা। যারা মাদক ব্যবসা করে তাদের আমার একটি বার্তা ‘মাদক ছাড়তে হবে, না হয় টাঙ্গাইল ছাড়তে হবে’। 

এছাড়া জনগণের জানমালের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. জাফর আহমেদ, সাবেক সভাপতি অ্যাড. আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলার সাংবাদিকরা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ