সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে নাশকতা মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা মামলায় সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুন সিকদারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। 

গত বুধবার রাতে উপজেলার ধুলটিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া গ্রামের ফজল সিকদারের ছেলে মামুন সিকদার, একই গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে মমিতুল ইসলাম প্রমি ও ঢেলি করটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাব্বির।

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব নিশ্চিত করেছে।

র্যাব জানায়, গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের বটতলায় বৈষম্যবিরোধী আন্দোলনে দুস্কৃতিকারীরা ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে মিছিলে অংশগ্রহণকারী লতিফ মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। এঘটনায় লতিফ মিয়া বাদী হয়ে  গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় একটি নাশকতা মামলা করেন। 

এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ সিপিসি ৩ টাঙ্গাইলের একটি টিম গত বুধবার রাতে গ্রেপ্তার করে তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

টিএইচ