বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন চারজন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর স‌া‌ড়ে ৫টার দি‌কে টাঙ্গাইলের মধুপুরের মালাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

ওসি রা‌সেল আহ‌ম্মেদ জানান,  মঙ্গলবার ভো‌রে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় বা‌সের সা‌থে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপ‌ের চালক ও বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। প‌রে গুরুত্বর আহতবস্থায় পিকআপে থাকা দুইজন‌কে উদ্ধার ক‌রে মধুপুর  স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হ‌লে সেখানেই তা‌দের মৃত‌্যু হয়। তবে, তা‌দের প‌রিচয় এখনও পাওয়া যায়‌নি। দূর্ঘটনা কব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হ‌য়ে‌ছে।

টিএইচ