শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে ভোক্তা-অধিকারের জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ভোক্তা-অধিকারের জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের তদারকিমূলক অভিযানে বিভিন্ন অভিযোগে এক প্রতিষ্ঠানকে  প্রশাসনিক ব্যবস্থায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ মে) টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, টাঙ্গাইল ভোক্তা অধিকার ও সংরক্ষণে অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বাধীন একটি অভিযান সদর উপজেলার সুরুজ বাজারে পরিচালনা করা হয়। 

এ সময় তদারকি করে প্রচুর পরিমানের মূল্য বিহীন ওষুধ (ফিজিশিয়ান স্যাম্পল) সংরক্ষণ, ড্রাগ লাইসেন্স হালনাগাদ না থাকা, ডাক্তার না হয়ে ডাক্তারি সেবা প্রদান করায় মেসার্স লাকী ফার্মেসিকে ৭ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। 

এ প্রতিষ্ঠান তার বিরুদ্ধে আনিত অভিযোগের দায়  স্বীকার এবং ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে অঙ্গিকার প্রদান করেন। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান তদারকি করে সচেতন ও সতর্ক করা হয়েছে।  

এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন, টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুর ইসলাম এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন, জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

টিএইচ