শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলের সন্তোষে ‘যুগ যুগ জিও তুমি- মওলানা ভাসানী’ মুহুর্মুহু স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৭ নভেম্বর) মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে হাজারো জনতার ঢল নামে।

সকাল সাড়ে ৭ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। 

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করেন। বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া কৃষক শ্রমিক জনতালীগ, বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ, শোকর্যালি, আলোচনা সভা, সেমিনার, তবারক বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

টিএইচ