বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে মহাসড়‌কে ট্রাক উল্টে ১৫ কি.মি. যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মহাসড়‌কে ট্রাক উল্টে ১৫ কি.মি. যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে উত্তরবঙ্গগামী লেনে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে মালামালসহ গাড়ি সরিয়ে নেয়ার পর পরিবহনগুলো ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কের ঢাকামুখি লেনে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (১৪ জুন) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী এলাকায় মালবাহী ট্রাকটি উল্টে যায়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে মহাসড়কের পুংলী হতে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস পর্যন্ত এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মালামালসহ ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কারণে সার্ভিস লেন দিয়ে পরিবহন পরিবহন চলাচল করে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোরে একটি মালবাহী ট্রাক সড়কে উল্টে যায়। এতে ট্রাকে থাকা মালের বস্তাগুলো সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এতে কিছু সময় পরিবহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লেনে। তবে সাভির্স লেন চালু ছিল। ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর দ্রুত গতিতে পরিবহন চলাচল করছে।

টিএইচ