বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে ম্যারাথন প্রতিযোগিতায় পাবনার ইমরান বিজয়ী

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে ম্যারাথন প্রতিযোগিতায় পাবনার ইমরান বিজয়ী

টাঙ্গাইলের ধনবাড়ী স্পোর্টস লাভারস্ এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে স্পোর্টস লাভারস্ এসোসিয়েশনের উদ্যোগে এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ধনবাড়ী নওয়াব এস্টেটের মোতোয়ালি আফিফ উদ্দিন আহমাদ। 

প্রধান বক্তব্য ছিলেন, স্পোর্টস লাভারস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাড. সোলায়মান হোসেন। স্পোর্টস লাভারস্ এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন, শেরপুরের যুগ্ম জেলা জজ এস এম মাসুদ জামান, ধননবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস.এম.এ সোবহান, সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।  

ম্যারাথনে প্রথম স্থান অর্জনকারী ইমরান হাসান জানান, আমি পাবনা থেকে ধনবাড়ীতে এসেছি। আজকে ম্যারাথনে প্রথম স্থান অর্জন  করেছি। আমি চাই প্রত্যেকটা জেলা ও  উপজেলাতে এরকম আয়োজন করা হোক। তাহলে সবাই মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। 

দ্বিতীয় স্থানকারী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাহিম উদ্দিন জানান, ৯ বছর ধরে পুলিশে কর্মরত আছি। বর্তমানে বাংলাদেশ জেল পুলিশ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কর্মরত রয়েছি। এর পাশাপাশি ম্যারাথনে অংশগ্রহণ করি। আমি এ পর্যন্ত ৩২টি ম্যারাথনে অংশগ্রহণ করেছি। ৫টি প্রথম, ১১ টিতে দ্বিতীয় ও  ৫ টিতে তৃতীয় হয়েছি। 

টিএইচ