শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে শক্তি ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে শক্তি ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ

‘সবুজায়নে শক্তি’ স্লোগানে টাঙ্গাইল সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেছে শক্তি ফাউন্ডেশন। বুধবার (৫ এপ্রিল) টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান প্রধান অতিথি হিসেবে ওই কর্মসূচির উদ্বোধন করেন। 

এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীমা আক্তার রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক, শক্তি ফাউন্ডেশনের প্রশাসনিক বিভাগের প্রধান মো. শরীফুল ইসলাম, সিনিয়র ম্যানেজার মো. তামিমুল ইসলাম, টাঙ্গাইল রিজিয়নের প্রধান মো. শফিকুল ইসলাম, ফাইন্যান্স সুপারভাইজার মো. মিণ্টু মিয়া, আইসিটি বিভাগের হাসেম মাহমুদ, এরিয়া সুপারভাইজার মো. আয়াতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসকের বাসভবন, অতিরিক্ত জেলা প্রশাসকের(সার্বিক) বাসভবন প্রভৃতি স্থানে ৫০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

টিএইচ