টাঙ্গাইলে সদর উপজেলায় পাকুল্ল্যা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ৭ শতাধিক শিক্ষার্থী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ‘স্বেচ্ছায় রক্ত দান সংগঠন আমরা’ টাঙ্গাইলের উদ্যোগে রক্তদান ও বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু করে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে রক্তদানে আমরা টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল।
এছাড়া উপস্থিত ছিলেন, পাকুল্ল্যা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, সদর থানা বিএনপি সহ-সভাপতি সোরহাব আলী মাস্টার, সিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজায়েত হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ খান প্রমুখ।
টিএইচ