টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) জেলা শ্রমিক দলের উদ্যোগে এ সভার উদ্বোধন করেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম খান নাসিম।
সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর।
প্রধান বক্তা ছিলেন, জাতীয় শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক (ভিপি মনির)।
বক্তারা বলেন, প্রায় ১৭ বছর ফ্যাসিস্ট আ.লীগ সরকার শ্রমিকদের স্বার্থে কোন কাজ করে নাই। উলটো বিভিন্ন আইন করে শ্রমিকদের মামলা ও গ্রেপ্তার করে হয়রানি করেছে। বিগত আন্দোলনেও অনেক শ্রমিক নিহত ও আহত হয়েছে। শ্রমিক দল সবসময় শ্রমিকদের স্বার্থে কাজ করছে।
এতে জেলা ও বিভিন্ন উপজেলার শ্রমিক দল ছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আন্দোলনে নিহত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
টিএইচ