মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে সাবেক এমপির বাসা দখলকারী সেই নারী সমন্বয়ক চারদিনের রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে সাবেক এমপির বাসা দখলকারী সেই নারী সমন্বয়ক চারদিনের রিমান্ডে

টাঙ্গাইলে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের (ভিপি জোয়াহের) ছয়তলা ভবন দখল, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার নারী সমন্বয়ক মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে আদালত চার দিনের অধিকতর জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১০ মার্চ) টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব খান ওই অধিকতর জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন মঞ্জুর করেন। এর আগে ৯ মার্চ দিনগত রাতে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকা থেকে মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে পুলিশ গ্রেপ্তার করে।

আদালত ও পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল সদর থানা পুলিশ মিষ্টিকে ৭ দিনের অধিকতর জিজ্ঞাসাবাদেও (রিমান্ড) আবেদন করে সোমবার (১০ মার্চ) আদালতে পাঠায়। পরে আদালতের বিচারক শুনানি শেষে চার দিনের অধিকতর জিজ্ঞাসাবাদেও (রিমান্ড) অনুমোদন দেন।

গ্রেপ্তার মারিয়াম মোকাদ্দেস মিষ্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী। তবে তিনি বর্তমানে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।

টিএইচ