সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের সুবিধার্থে ওসির নির্দেশনা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের সুবিধার্থে ওসির নির্দেশনা

সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় অবস্থান এশিয়ার উল্লেখযোগ্য টাঙ্গুয়ার হাওর। এখানে বর্ষার শুরুতেই ভারত সীমান্তঘেষা মেঘালয় পাহাড়ের পাদদেশ, নীলজল, দিগন্ত জোড়া সবুজ গাছালিসহ একাধিক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, স্বচক্ষে উপভোগের প্রয়াসে আসেন পর্যটকরা। দেশ ও দেশের বাইরে থেকে আগত দর্শনার্থী বা পর্যটক পিপাসুরা প্রতিদিন ভোর হতে সন্ধ্যা পর্যন্ত মধ্যনগর এলাকায় করেন আনাগোনা।

অসংখ্য আগত পর্যটকদের সুবিধা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে, নৌযান পরিবহন মালিকসহ চালকদের উদ্দেশ্যে মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক ১০টি দিক নির্দেশনা দিয়েছেন। চলতি বছরের পহেলা জুলাই এ ১০ নির্দেশনা জারি করেন। 

ওই নির্দেশনাটি সংবাদ কর্মীদের হাতে তুলে দেন এবং তিনি জানান, আমাদের এই হাওরবেষ্টিত এলাকায় শীত ও বর্ষার মৌসুমে পর্যটকদের ঢল নামে। পর্যটকদের সুবিধার্থে মধ্যনগর থানার পুলিশ সর্বদাই সচেষ্ট। তাই নৌ চালক ও পর্যটকদের সুবিধার জন্য কিছু নির্দেশনা যা আমার, আপনার,সকলের সুফল বয়ে আনবে।

১. কোন নৌযান ধারণ ক্ষমতার অধিক যাত্রী বা পর্যটক পরিবহন করা যাবে না।
২. নৌযান চলাচলের সময় কিংবা পানিতে নামার সময় প্রত্যেক পর্যটক এবং নৌচালককে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে।
৩. বিরূপ আবহাওয়া থাকলে হাওরে কিংবা নদীতে ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে।
৪. প্রতিটি নৌযানে হাওর/নদীতে যাত্রা করার অন্তত ৬ঘণ্টা পুর্বে নির্ধারিত ফরম পুরণ করে মধ্যনগর থানার ডিউটি অফিসারকে অবগত করতে হবে। (মোবাইল নম্বর-০১৩২০১২১০৫৫)
৫. পর্যটক ও নৌচালকদের নৌযানে এবং স্থলভাগে মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
৬. প্রতিটি নৌযান এবং নৌঘাটে ময়লা আবর্জনা ফেলার জন্য নির্ধারিত ডাস্টবিনের ব্যবস্থা রাখতে হবে। নৌ মালিক সমিতি ও নৌচালকদের নিশ্চিত করতে হবে।
৭. নির্ধারিত স্থান ছাড়া হাওর/নদীর পানিতে বা স্থলভাগের কোথাও ময়লা আবর্জনা ফেলা যাবে না।
৮. পর্যটকবাহী নৌযান যেকোন স্থলভাগের কাছাকাছি উচ্চশব্দে কোন ধরনের মাইক লাউড স্পিকার বাজানো যাবে না।
৯. প্রতিটি নৌযান পর্যটকদের জন্য মানসম্মত পরিবেশ তথা পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করতে হবে।
১০. পর্যটকরা তাদের সার্বক্ষনিক নিজস্ব দায়িত্বে সংরক্ষণ করতে হবে। নোঙ্গরের স্থানে দুষ্কৃতিকারী থাকতে পারে। তাই সবসময় সতর্ক থাকার অনুরোধ করা হলো।

টিএইচ