রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

টুঙ্গিপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩৩ জন প্রতিবন্ধী শিশুর মধ্যে ৪৫টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করেন ইউএনও মো. মঈনুল হক।

উপকরণের মধ্যে রয়েছে ৯টি কর্নার চেয়ার, ৮টি করে স্ট্যান্ডিং ফ্রেম, হুইল চেয়ার, টয়লেট চেয়ার, ৬টি কেএফও জুতা, ৩টি এএফও জুতা, ১টি ক্রাচ ও ২টি ওয়াকার।

এসময় টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্রের কনসালটেন্ট ডা. নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রমুখ।

টুঙ্গিপাড়া ইউএনও মো. মঈনুল হক বলেন, প্রকৃত দরিদ্র প্রতিবন্ধী শিশুদের বাছাই করে তাদের শারীরিক ও মানসিক বিকাশে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। দরিদ্রতা যেন প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাই যাচাই-বাছাই করে এসব দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন সরকারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।

টিএইচ