বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টুরিস্ট পুলিশ প্রধানের হাওর সফর

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

টুরিস্ট পুলিশ প্রধানের হাওর সফর

সুনামগঞ্জের মধ্যনগরে অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান সুনামগঞ্জের পর্যটনী এলাকার হাওর  পরিদর্শন কালে মধ্যনগর সফর করেছেন।

শুক্রবার (১৫সেপ্টেম্বর) বিকেলে মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্।

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল দর্শনকালে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, এসপি সার্কেল (ধর্মপাশা)আলী ফরিদ আহমেদ, মধ্যনগরন থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেন, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী, সিনিয়র প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, শিক্ষক অজয় রায়, আ. লীগের সাংগঠনিক সম্পাদক অনুজ দে, যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।

টিএইচ