বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টেকনাফে আরসার সামরিক কমান্ডার গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে আরসার সামরিক কমান্ডার গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থেকে আরাকান স্যালভেশন আর্মির (আরসার) সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে টেকনাফ শামলাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক নূর মোহাম্মদ আরাকান স্যালভেশন আর্মির (আরসার) সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব ১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু ছালাম চৌধুরী বলেন, আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তারে আমাদের অভিযান এখনো চলছে। পরবর্তী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেয়া হবে। 

টিএইচ