কক্সবাজারের টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে এবার অপহরণের শিকার হয়েছে বন বিভাগের তিন কর্মচারীসহ ১৭ জন শ্রমিক।
অপহৃতরা হলেন- ফরেস্ট সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, রোহিঙ্গা শ্রমিক আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)।
সোমবার সকালের দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি বলেন, টেকনাফ হ্নীলা ইউনিয়নের অন্তর্গত জাদিমুরা বন বিভাগের পাহাড়ি এলাকা থেকে তিন ফরেস্ট কর্মচারীসহ ১৭ জন ব্যক্তিকে অপহরণের শিকার হয়েছে। সংঘটিত ঘটনার পর থেকে তাদেরকে উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।
টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, প্রতিদিনের ন্যায় বাগানে কাজ করতে গেলে ১৭ জনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আমরা এপিবিএন পুলিশ, উপজেলা প্রশাসনহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে সোমবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ-মিয়ানমার টেকনাফের সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
পরিদর্শন শেষে টেকনাফ ২ বিজিবি গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।
এ সময় ব্রিফিংয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীরা টেকনাফে লাগাতার অপহরণের ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, গহিন পাহাড়ে লুকিয়ে থাকা অপহরণ চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কঠোর নির্দেশনা দেয়া আছে।
অপরাধী চক্র যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
টিএইচ