রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

টেকনাফে মাটির দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে মাটির দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল চাপায় একই পরিবারের মা-মেয়ে ও ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোর রাতে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মরিচ্যাঘোনা এলাকার ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ফকির মোহাম্মদ নিজ বাড়িটা মাটি দিয়ে তৈরি করেছিল। গতকাল থেকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টি হওয়ায় ঘরের উপরে ও চারপাশে ত্রি-পল (পলিথিন) দিয়ে ঘুমান সবাই। এরপর হঠাৎ ভোর রাত ৪ টার  দিকে অনবরত বৃষ্টি হওয়ায় তৈরিকৃত মাটির দেয়াল ভেঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলে সবাই মারা যান। ঘটনাস্থল পরিদর্শন করে পরিষদের পক্ষ থেকে তাৎক্ষনিক চাউল ও কিছু নগদ টাকা দেয়া হয়েছে।

নিহতদের প্রতিবেশী এহসান উল্লাহ জানান, ফকির মোহাম্মদ তার ঝুপড়ি ঘরে মাটির দেয়াল তুলছিল। ওপরে পলিথিন দিয়ে নির্মাণাধীন ঘরের মাঝখানে রাতে থাকতেন পরিবারের সবাই। চারপাশের দেয়াল প্রা উঠে গিয়েছিল। টানা বৃষ্টিতে মাটির দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় তারা মাটিচাপা পড়েন।

স্থানীয় ইউপি মেম্বার বশির আহমদ বলেন, ঘটনা জানার পর আশপাশের লোকজন এসে তাদের মাটিচাপা থেকে উদ্ধারকাজ শুরু করেন। সবাইকে বের করা গেলেও ঘটনাস্থলে সবাই মারা যান।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বাড়ির দেয়াল ধসে হ্নীলায় একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারে প্রশাসনিকভাবে সহযোগিতা দেয়া হবে।

টিএইচ