কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার ৭৭০ ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন- আমির সুলতান, রবি আলম, দ্বীল মোহাম্মদ, নূরুন্নবী, ঈমান হোসেন ও জায়েদ হোসেন। রোববার (১৩ এপ্রিল) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী এবং র্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন জোড় টাওয়ার সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে ৪০ হাজার ৭৭০ ইয়াবাসহ ছয়জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। তারা সবাই মিয়ানমারের নাগরিক বলে জানা যায়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
টিএইচ