বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের নিয়ে এলজিইডির কর্মশালা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের নিয়ে এলজিইডির কর্মশালা

ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র ই-টেন্ডার সম্পর্কিত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের আয়োজনে ও ডেভলপমেন্ট ডিজাইন এন্ড কনস্ট্রাকশন (ডিডিসি)’র সহযোগিতায় মঙ্গলবার (৭ মে) শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিওর মেধা অনুশীলন কেন্দ্রে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় ।

কর্মশালায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এলজিইডির রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী লুৎফর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন এস.ই অফিস দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী শামিম আখতার প্রমুখ। 

দিনব্যাপী এ কর্মশালায় জেলার ২ শতাধিক ঠিকাদার অংশ নেন। এ সময় ই-টেন্ডার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

টিএইচ