বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

ঠাকুরগাঁওয়ে নারীদের উঠান বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে নারীদের উঠান বৈঠক

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘নৌকার তরে নারীকূলের আনন্দ উৎসব’ এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় আ.লীগের আয়োজনে গত শুক্রবার জেলার হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়ন রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. স্বাধীনের সভাপতিত্বে জেলার ২ আসনের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ডাকসু সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু। 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোজাফ্ফর আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সোহরাব সোহরাব হোসেন, স্থানীয় আ.লীগ নেতা মলিন চন্দ্র বর্মণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উঠান বৈঠকে অ্যাড. মোস্তাক আলম টুলু বলেন, শেখ হাসিনা নারীদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন যার ফলে নারীরা সমাজের বিভিন্ন মর্যাদাপূর্ণ জায়গায় অধিষ্ঠিত। উন্নয়নের ধারা অব্যাহতভাবে বজায় রাখতে হলে আ.লীগ সরকারের কোন বিকল্প নেই। দেশ আজ অনেক এগিয়েছে। 

সামনে আরো এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবো আমরা। তাই বর্তমান সরকারকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে উঠান বৈঠকে নারীদের কাছে আহ্বান জানান অ্যাড. মোস্তাক আলম টুলু।

টিএইচ