শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

‘বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। 

সোমবার (৮ জুলাই) জেলা সদরের জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে কাফনের কাপড় মাথায় পেঁচিয়ে প্রতিবাদ করেন আন্দোলনে অংশগ্রহণকারীরা।

আন্দোলনে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিও  তুলে ধরেন তারা।

এছাড়াও তারা অভিযোগ করে বলেন, একই প্রতিষ্ঠানে দ্বৈতনীতি প্রত্যাহার, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও শিফটিং ডিউটি চালুর জন্য প্রয়োজনীয় লাইনম্যান নিয়োগ, শ্রেণিপ্রথা বিলুপ্ত করে সরকার ঘোষিত গ্রেডিং প্রথা চালু, বাপবিবো ও সমিতির একই ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ, বিলিং সহকারী ও লাইন শ্রমিকদের চাকরি নিয়মিতকরণ এবং প্রধানমন্ত্রী ঘোষিত ৫% বিশেষ প্রণোদনা বাস্তবায়নের দাবি জানান। 

তাদের কর্মবিরতির ফলে ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আর তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি প্রদানের হুশিয়ারি দেন তারা।

টিএইচ