রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ঠাকুরগাঁওয়ে পিস্তলসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পিস্তলসহ একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল পৌরসভার গোবিনন্দনগর এলাকার খোরশেদ আলমের ছেলে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি শহীদুর রহমান।

এ বিষয়ে গতকল সোমবার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে একটি সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)। অপরদিকে গ্রেপ্তার সোহেলের স্ত্রী দাবি করেন পরিকল্পিত ও সাজানো ঘটনার মাধ্যমে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, খোরশেদ আলমের ছেলে মো. সোহেল রানার বাড়ি তল্লাশি করে বিছানার নীচ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল রানা সদর উপজেলার পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন।  

তবে গ্রেপ্তারকৃত সোহেলের স্ত্রী জানান, সোহেল দীর্ঘদিন ধরেই সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং পরিচালনা করে আসছে।

কিছুদিন ধরেই স্থানীয় কিছু ছেলেপেলে তার কাছে চাঁদা দাবি করে আসছিলো। তার স্বামী সোহেলকে পরিকল্পিতভাবে এবং মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। এটা পরিকল্পিত।

টিএইচ