বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

ঠাকুরগাঁওয়ে পুলিশের পক্ষ থেকে হেলমেট ও ফুল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পুলিশের পক্ষ থেকে হেলমেট ও ফুল বিতরণ

সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহীর সুরক্ষা প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষে এবং মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছেন জেলা ট্রাফিক বিভাগ।

জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে মঙ্গলবার (১৪ মে) শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এসময় মোটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে বিনামূল্যে হেলমেট ও প্রত্যেকের মধ্যে ফুল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদসহ জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ