রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঠাকুরগাঁওয়ে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে সামাজিক সম্প্রীতি উদ্বুদ্ধকরণ, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহতকরণ এবং ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্যাপনের পরিবেশকে অক্ষুণ্ন রাখতে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গত শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

সভায় বক্তারা সামাজিক সম্প্রীতি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ প্রতিহতকরণের নানা দিক নিয়ে আলোচনা করেন।

টিএইচ