শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
The Daily Post

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমন্বয় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমন্বয় সভা

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ঠাকুরগাঁওয়ে স্থানীয় কর্তৃপক্ষদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের এফসিডিওর আর্থিক সহযোগিতায় ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় সোমবার (২৪ মার্চ) ঠাকুরগাঁও প্রেসক্লাবে এ সভার আয়োজন করে (এমএএফ) মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুল বাশার মোহাম্মদ সায়েদুজ্জামান, এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, ঠাকুরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরিনা মল্লিক তন্বী, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জয়ন্ত কুমার রায়, সদর থানার ওসি শহিদুর রহমান, জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি মুরাদ হোসেন প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আলী ইজাদ।

সভায় বক্তারা বলেন, জেলার মানুষজনকে ন্যূনতম চিকিৎসাসেবা নিতে বিভাগীয় শহর রংপুর বা পাশের জেলা দিনাজপুরে যেতে হয়। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপন হলে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক ও অধ্যাপক এখানে থাকবেন। ফলে মানুষ উন্নত চিকিৎসাসেবা নিতে পারবেন। সভায় শুধু জেলা হাসপাতালই নয়, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

সভায় ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবি জানিয়েছেন রাজনৈতিক দল, চিকিৎসক, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

টিএইচ