বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেজালুল হোসেন (৩০) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে বোর্ড অফিস নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজওয়ান হোসেন নওগাঁ জেলায় ধামুরহাট থানার ভাতকুন্ডু গ্রামের আমির উদ্দিনের ছেলে। সে ঠাকুরগাঁও অ্যারিস্টো ফার্মাসিটিক্যালস কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, বিআরটিসি বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রেজওয়ান হোসেনের মৃত্যু হয়। পরে লোকজন ফায়ার সার্ভিসের খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত রেজওয়ানকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে আসেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টিএইচ