বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ডামুড্যা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের শপথগ্রহণ

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি 

ডামুড্যা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের শপথগ্রহণ

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। 

গত সোমবার ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয়ও কমিশনার মো. সাবিরুল ইসলাম ঢাকা বিভাগের ডামুড্যা উপজেলা চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম সাত্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন মায়া শপথগ্রহণ করেন।

শপথ গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আব্দুর রশিদ গোলান্দাজ প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং ডামুড্যা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আব্দুর রশিদ গোলান্দাজ সর্বপ্রথম প্রয়াত জাতীয় নেতা আধুনিক শরীয়তপুরের রূপকার আব্দুর রাজ্জাকের প্রতি গভীর শ্রদ্ধা জানান, এরপর এমপি আলহাজ নাহিম রাজ্জাক এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ডামুড্যার মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয়, এই জয় ডামুড্যা উপজেলাবাসীর। 

টিএইচ