বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ডাসারে মাদকসহ ইউপি চেয়ারম্যানের ছেলে আটক

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

ডাসারে মাদকসহ ইউপি চেয়ারম্যানের ছেলে আটক

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদারের ছেলে দিগন্ত তালুকদার(২৪) মাদকসহ আটক হয়েছে। সোমবার (২১ আগস্ট) মাদক আইনে মামলা করে মাদারীপুর কোর্টে প্রেরন করেন ডাসার থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার শশিকর বাজার থেকে পুলিশের নিয়মিত অভিযানের মাধ্যমে আটক হন। এ সময় তার কাছ থেকে ২ পুড়িয়া (৫গ্রাম) গাঁজা উদ্ধার করেন। সোমবার (২১ আগস্ট) দিগন্ত তালুকদারের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে মাদারীপুর কোর্টে প্রেরন করেন।

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, এটা পুলিশের নিয়মিত অভিযান ছিল। সে অভিযানের মাধ্যমে দিগন্ত তালুকদারকে ২ পুড়িয়া (৫গ্রাম) গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে মাদারীপুর কোর্টে প্রেরন করা হয়েছে।

টিএইচ