রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসির সমমান মর্যাদার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসির সমমান মর্যাদার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

রোববার (২ জুন) শহরের কাঁটায়খানা মোড় এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কুষ্টিয়া শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশে (আইডিইবি) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি বাদশা মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, কাউন্সিলর জামাত আলী, কাউন্সিলর সামসুল হক, কাউন্সিলর সারোয়ার হোসেন, কাউন্সিলর শফিকুল আজম, দপ্তর সম্পাদক হাসানুর রহমান রনি, জনসংযোগ ও প্রচার সম্পাদক শাহ জামান, সদস্য ও শিক্ষক নেতা আজিজুল হক, সদস্য মুস্তাফিজুর রহমান, বাবুলসহ শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার মাধ্যমে শিক্ষামন্ত্রীর সমীপে স্মারকলিপি প্রদান কারেণ আইডিইবি কুষ্টিয়ার জেলা শাখার নেতারা।

টিএইচ