শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

ডিমলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

ডিমলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নীলফামারীর ডিমলা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে খগাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান সিয়ামকেও গ্রেপ্তার করা হয়েছে। 

গত বুধবার রাতে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নে টুনিরহাট গ্রামের মিন্টুর ভগ্নিপতির সোলায়মানের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ারুল হক সরকার মিন্টু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই। 

এছাড়া মেহেদী হাসান সিয়াম মিন্টুর ভাগনে। ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনোয়ারুল হক সরকার মিন্টু ও সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়।

টিএইচ