শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

চলতি বর্ষা মৌসুমের শেষে অতিবর্ষণে সারাদেশের ন্যায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গত শুক্রবার শোলমারি রেগুলেট পরিদর্শনপূর্বক কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে।

সাম্প্রতিক ভারি বর্ষায় ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া, খলশী, মির্জাপুর, কাটাখালি বিলসহ বিভিন্ন বিলের জলনিষ্কাশনে সুব্যবস্থা না থাকায় সৃষ্ট জলাবদ্ধতা থেকে মুক্তির পথ খুজতে গত শুক্রবার ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজের উদ্যোগে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা শোলমারী ১৮-ভেন্ট স্লুইচ গেট পরিদর্শনে যান। 

এখানে উল্লেখ্য সমগ্র বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়ার আশ-পাশের সব বিলের পানি নিষ্কাশনের একমাত্র পথই হলো শোলমারী স্লুইচ গেট। গতবছর অক্টোবর মাসে বিল ডাকাতিয়া অঞ্চল তলিয়ে যাওয়ায় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড থেকে স্বেচ্ছাশ্রমে পলি অপসারণসহ নানামুখি কার্যক্রম পরিচালনা করা হয়। 

তারপর আবারও শোলমারী গেটের সামনে নদীর পলি জমতে-জমতে পানি নিষ্কাশনের ব্যবস্থা আবারও অচল হয়ে পড়ায় বিলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডুমুরিয়া অঞ্চলের জলনিষ্কাশনের উপায় নির্ধারণের লক্ষ্যে নেতাদের উপস্থিতির কথা শুনে অসংখ্য ভুক্তভোগী মানুষ শোলমারী গেটের সামনে উপস্থিত হয়ে অবিলম্বে গেটের মুখে (সামনে) জমা পলি অপসারণের দাবি জানান। 

এ প্রসঙ্গে খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান বলেন, শোলমারী গেটের মুখে পলি জমার ফলে ঠিকমতো পানি নিষ্কাশন হচ্ছে না। পরিস্থিতি দেখে গত শুক্রবার স্কেভেটর দিয়ে পলি অপসারণ কাজ শুরু করেছি। 

আর শনিবার (২৪ আগস্ট) থেকে ৪টি উচ্চ-ক্ষমতার পাম্প লাগিয়ে ভেতরের পানি বাইরে ফেলা হবে। তখন ওই ফ্লোতে পলিও অপসারণ হবে। বিএনপি নেতা মোশারফ হোসেন মফিজ বলেন, অবিলম্বে সমগ্র ডুমুরিয়ার জলনিষ্কাশনে আমরা স্বেচ্ছাশ্রমে গেটের সামনে থেকে পলি অপসারণ করবো। 

বিল ডাকাতিয়া অঞ্চলের (রংপুর) ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, জরুরি ব্যবস্থা নিতে পারলে আমাদের শেষ রক্ষা হবে। ডুমুরিয়া ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে পলি অপসারণ কাজ শুরু হয়েছে। 

টিএইচ