শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

ডোমার উপজেলা পরিষদের নবনির্বাচিতদের শপথগ্রহণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ডোমার উপজেলা পরিষদের নবনির্বাচিতদের শপথগ্রহণ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ মে) রংপুর বিভাগীয় সদর দপ্তরে বিভাগীয় কমিশনার জাকির হোসেন গোটা বিভাগের প্রথম ধাপে ১৯ উপজেলার ৫৭ জন নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান।

ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সরকার ফারহানা আখতার সুমি, ভাইস চেয়ারম্যান হিসেবে দিলীপ কুমার মুখোপাধ্যায় ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মোছা. ফেরদৌসি বেগম শপথগ্রহণ করেন।

শপথগ্রহণের পর ডোমারের প্রথম নারী চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমার জনগণ আমাকে নির্বাচিত করে পবিত্র দায়িত্ব দিয়েছেন। 

আমি আমার যথাসাধ্য চেষ্টা করে ডোমারবাসীর উন্নয়নে কাজ করবো। ডোমার উপজেলা মডেল ও স্মার্ট উপজেলায় গড়ে তোলা আমার লক্ষ্য। শত প্রতিকূলতার মাধ্যমে আমাকে নির্বাচিত করায় ডোমার উপজেলার সব ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

টিএইচ