বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ডোমারে ফেনসিডিলসহ আ.লীগ নেতা আটক

ডোমার (নীলফামারী) প্রতিনিধি 

ডোমারে ফেনসিডিলসহ আ.লীগ নেতা আটক

নীলফামারীর ডোমারে দেবীগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দ্বিপঙ্কর রায় মিঠু ও মনছুর আলী ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল এবং একটি ব্যাটারিচালিত অটোবাইকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডোমার থানা পুলিশ। 

গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা এলাকার সাবেক হুইপ মরহুম আব্দুর রউফ সাহেবের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন, পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ২নং ওয়ার্ড সাহাপাড়া এলাকার শ্রী মন্মথ নাথ রায়ের পুত্র এবং দেবীগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দ্বিপঙ্কর রায় মিঠু, অপরজন ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানের পুত্র মনছুর আলী।

এ বিষয়ে ডোমার থানার ওসি আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্গীয় ফোর্সসহ সাবেক হুইপ মরহুম আব্দুর রউফ সাহেবের বাড়ির পাশের রাস্তায় ১০০ বোতল ফেনসিডিল একটি ব্যাটারিচালিত অটোবাইকসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হবে। 

টিএইচ