বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ডোমারে স্বাস্থ্যবিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ডোমারে স্বাস্থ্যবিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে বর্তমান সরকারের গণমুখী স্বাস্থ্যসেবাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে নীলফামারীর ডোমারে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত সিএইচসিপিদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর আল-আমিন রহমান, সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) আকলিমা বেগম, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী প্রমুখ।

সভায় আগামী ১১-১৫ সেপ্টেম্বর পাঁচ দিনব্যাপী ৩০-৬০ বছর বয়সি বিবাহিত নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী রেজিস্ট্রেশন এবং ভায়া ক্যাম্প সফল করার লক্ষ্যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন বক্তারা।

টিএইচ