বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
The Daily Post

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসনে সড়ক সংস্কার ও উচ্ছেদ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসনে সড়ক সংস্কার ও উচ্ছেদ

আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে সংস্কারকাজ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

ময়মনসিংহ সওজের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মো. সাদ্দাম হোসেন জানান, ঈদের সময় যানজট এড়াতে সদর, ত্রিশাল, ভালুকা, নতুন বাজার, গাঙ্গিনার পার, কেওয়াটখালি ব্রিজ সড়ক ও দিঘারকান্দা বাইপাস সড়কে সংস্কারকাজ চলমান রয়েছে।  

সড়কের বিভিন্ন অংশে ভাঙাচোরা স্থানগুলো মেরামত করা হচ্ছে এবং যেখানে জরুরি, সেখানে কাটা ডিভাইডার বন্ধ করা হচ্ছে। বিশেষ করে নতুন বাজার ও গাঙ্গিনার পার এলাকায় যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ দখলদারদের সরে যেতে আগেই সতর্ক করা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।  

ময়মনসিংহ সওজ বিভাগ জানায়, যানজট কমাতে পুলিশের সহায়তায় বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে রাতদিন কাজ চলছে।  
স্থানীয়রা জানান, সংস্কার কাজ দ্রুত শেষ হলে ঈদের সময় যানজট কিছুটা কমবে বলে আশা করা যায়। তবে সড়কের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের দাবিও তুলেছেন তারা।

টিএইচ