বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

ঢাবি শিক্ষার্থী আবু বকর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাবি শিক্ষার্থী আবু বকর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নির্দলীয় আবু বকরকে নৃশংসভাবে হত্যা করা হয়। 

এর প্রতিবাদে এই নৃশংস হত্যার পুনঃতদন্ত ও বিচারের দাবিতে মধুপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ জনসাধারণ। বুধবার (১১ সেপ্টেম্বর) মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন শহীদ আবু বকর স্মৃতি সংসদ গোলাবাড়ি মধুপুর। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন শহীদ আবু বকর সিদ্দিক। তিনি মধুপুর উপজেলাধীন গোলাবাড়ি এলাকার দরিদ্র কৃষক রুস্তম আলীর ছেলে।

শহীদ আবু বকর সিদ্দিক ২০১০ সালের ২ ফেব্রুয়ারি স্যার এ এফ রহমান হলের ছাত্রলীগের দুপক্ষের ক্রসফায়ারে নিজ কক্ষে মাথায় গুলি লেগে মারাত্মকভাবে আহত হন। পরে তিনি ৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন- শহীদ আবু বকরের পিতা রোস্তম আলী, বড় ভাই আব্বাস আলী, ছোট ভাই ওমর ফারুক, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী প্রমুখ।

টিএইচ