বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তারাকান্দায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

তারাকান্দায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে মাসুদ নামে এক যুবককে  হত্যা করেছে এক সন্ত্রাসী। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিষকা ইউনিয়নের বাতুযাদী গ্রামে।

নিহত যুবক বাতুয়াদী গ্রামের মো. আ. কাদিরের পুত্র। পেশায় সে মোটরচালক। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,  নিহত মাসুদ বাতুয়াদী  গ্রামের মোড়ে  সাইফুলের দোকানের সামনে বসে বাতুয়াদী গ্রামের সন্ত্রাসী  জহিরুলের অত্যাচার নির্যাতনের বিষয়ে আলাপ-আলোচনা করে। 

এ খবর পেয়ে জহিরুল ক্ষিপ্ত হয়ে মাসুদকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত জহিরুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায। তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানানা, খবর পেয়ে ঘটনাস্থলে আছি এবং আসামি জহিরুলকে চান্দের বাজার এলাকায় থেকে গ্রেপ্তার  করা হয়েছে।

টিএইচ