বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি 

তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ গ্রেপ্তারী পরোয়ানামূলে  সাজাপ্রাপ্ত সুমেশ মানকিন নামে এক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার তারাকান্দা থানার এএসআই  মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে টাঙ্গাইল থেকে  গ্রেপ্তার করে। 

পুলিশ জানান, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি সোমেশ মানকিন তারাকান্দা থানার ঢাকুয়া গ্রামের কালী কুমার চিরাম মানকিনের পুত্র। সে এক বছরের সাজাপ্রাপ্ত ও এগারো লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। 

তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী জানান, সাজাপ্রাপ্ত আসামিকে শুক্রবার (১ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে।

টিএইচ