রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তালতলী প্রেস ক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলী প্রেস ক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ

বরগুনা জেলার তালতলী প্রেস ক্লাবের ২০২৪ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

গত ৮ জানুয়ারী রাত ৮টায় প্রেস ক্লাবের সভাকক্ষে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. ইউসুফ আলী। এর আগে বিদায়ী সভাপতি মু. আ. মোতালিব ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. ইউসুফ আলীর সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সভাপতি মু. আ. মোতালিব ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি কেএম রিয়াজুল ইসলামসহ প্রেস ক্লাবের সদস্যরা। 

শপথ নেয়া সদস্যরা হলেন সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ, সহসভাপতি মংচিন থান, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক কাওসার হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, কার্যনির্বাহী সদস্য মু. আ. মোতালিব ও মজিবুর রহমান।

টিএইচ