শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

তালতলীতে পায়রা নদীর ভাঙনরোধে মানববন্ধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলীতে পায়রা নদীর ভাঙনরোধে মানববন্ধন

বরগুনার তালতলীতে পায়রা নদী ভাঙনরোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুল বাড়িয়া এলাকায় পায়রা নদীর তীরে এ মানববন্ধন আয়োজন করে ওয়াটারকিপার্স বাংলাদেশ নামের একটি সংগঠন। এতে অংশ নেন পায়রার ভাঙন কবলিত কয়েক হাজার মানুষ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে নদীর ভাঙনে নিশানবাড়িয়া ইউনিয়ন বিলীন হতে চললেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি, সরকারি-বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত। এখন আমরা ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ চাই। আমরা আমাদের পরিবার নিয়ে বেঁচে থাকতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, নিশানবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন হাওলাদার, ওয়াটার্স কিপার বাংলাদেশের সমন্বয়ক আরিফ রহমান, নোঙরের বরগুনা সম্মনায়ক হাইরাজ মাঝি, এ সময় আর-ও উপস্থিত ছিলেন এনজিও কর্মী, উন্নয়ন কর্মীসহ স্থানীয়রা। 

টিএইচ